0 ITEMS
00 ITEMS
পাজল গেইম এর ব্যাপারে একটা কথা প্রায়ই অভিভাবকদের বলতে শোনা যায় যে, "যতো পাজলই কিনে দেই না কেন, একবার মেলাতে শিখে গেলেই আর খেলে না বাচ্চা।"
ভেবে দেখুন খুবই স্বাভাবিক ব্যাপার এটা। একই খেলা বা খেলনা কার ভালো লাগে বার বার খেলতে বিশেষত যখন হাতের কাছে সহজলভ্য মোবাইল ফোন আছে। আসলে সব খেলনাই এমন। কিছুক্ষণ খেলার পর আর ভালো লাগে না। একই খেলনা বা খেলাকে বিভিন্নভাবে খেলায় মজা আছে এবং অবশ্যই বাবা-মাকে বা বাড়ির বড়োদের সেই খেলায় শিশুর মতো করে পার্টিসিপেট করতে হবে।
ক. পাজল গেইমটাই প্রতিযোগিতার মতো করে খেলুন না। কে কতো কম সময়ে মেলাতে পারে দেখা যাক।
খ. আজ যা টাইম লাগলো পরের বার আরো কম সময়ে পারা যায় কি না দেখা যাক।
গ. ট্রেজার হান্টের মতো করে পাজল টুকরো লুকিয়ে তা খুঁজে আনার মাধ্যমে বা এইক্ষেত্রে সময় নির্ধারণ করার মাধ্যমেও খেলাটায় নতুনত্ব আনা যেতে পারে।
পাজল মেলানোর মাধ্যমে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে এবং যুক্তি ও সমস্যা সমাধানের মতো ব্যাপারগুলি শিশু খেলতে খেলতেই শিখে যায়। উন্নত বিশ্বে পাজল প্রাক-প্রাথমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
Published On: 31 Dec, 2025
© 2026 -SAMUHO.com. All Rights Reserved.